Header Ads Widget

YouTuber এর জন্যে গুরুত্বপূর্ন বিষয়:

YouTuber এর জন্যে গুরুত্বপূর্ন বিষয়:


১। Channel Intro : একজন প্রফেশনাল ইউটিউবারের চ্যনেল ভিজিট করলেই দেখতে পারবেন, তাদের Channel Intro আছে। Channel Intro খুবই গুরুত্বপূর্ন বিষয়।
২। Channel Art : অবশ্যই আপনার ইউটিউবের একটি Custom Channel Art থাকবে।
৩। Channel Logo : যত প্রকার কোম্পানি আছে, দেখবেন সবারই একটা নিজস্ব Logo থাকে। ঠিক তেমনি আপনার চ্যানেলের একটি নিজস্ব Logo থাকবে।
৪। Channel Description : কোন ভিজিটর Channel Subscribe করার আগে আপনার Channel এর Description চেক করতে পারে। আবার Description দিলে আপনার Channel এর SEO এর কাজে দিবে। তাই অবশ্যই আপনার নিস রিলেটেড Channel এ Description লিখবেন।
৫। Playlist: বেশি ভিজিটর এবং চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড ভিডিও রাখার জন্য Playlist গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই চ্যানেলে Playlist তৈরী করবেন।
৬। Attractive Tittle : Video Tittle দেখেই যেন ভিওয়ারস ভিডিওটিতে ক্লিক করতে বাধ্য হয়। তাই চিন্তা করবেন আপনার Video Tittle কি দিলে ভালো হয়। এজন্য আপনার নিস অনুযায়ী ইউটিউবে সার্চ দিবেন। অন্যরা কি টাইটেল ব্যবহার করছে তা দেখবেন । এতে আপনার আইডিয়া জেনারেট হবে। আর টাইটেলে ছেচরামো করবেন না। আমার কাছে খুবই খারাপ লাগে এরকম টাইটেল দেখলে : দেখুন, আজব, না দেখলে মিস করবেন, এই সেই কত কাহীনি। টাইটেলে ১০০ ওয়ার্ড
লিখতে পারবেন। উল্টা পাল্টা করলেই কমিউনিটি গাইডলাইন দিবে।
৭। Video Description : YouTube এ ৫০০০ Word লিখা যায়। তাই সব সময় আনপার ভিডিওতে কি আছে, তা Description এ প্রকাশ করার চেষ্টা করবেন। এতে ইউটিউব বুঝতে পারবে, আসলে আপনার ভিডিওটি কিসের ওপর তৈরী করা। আপনার ভিডিওর ভিতরে কি আছে, ইউটিউব এর রোবট তা বুঝতে পারেনা। রোবট আপনার টাইটেল,ডেসক্রিপশন, ট্যাগ দেখে সার্চ এ উপরের পেজে নিয়ে আসে। তাই সহজ সাবলিল ভাবে আপনার নিস অনুযায়ী Description লিখবেন। Description এ স্প্যামিং করার চেষ্টা করলে কমিউনিটি গাইডলাইন দিবে। তাই স্প্যাম হতে ১০০ কি:মি দূরে থাকবেন।
৮। Tag: Tag এর উপর Base করে YouTube আপনার ভিডিওকে সার্চে
ভিজিটরের কাছে নিয়ে যাবে। তাই আপনার নিস অনুযায়ী Tag ব্যবহার করবেন। সর্বেোচ্চ ৫০০ ওয়ার্ড এর Tag ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন ৫০০ তে ৫০০ Tag ব্যবহার করতে। কোন স্প্যামিং করা যাবে না। নিস রিলেটেড ট্যাগ দিবেন।Sunny Leone, Google+YouTube এ PR First থাকে বলে, Katrina Kaif এর Video তে Sunny Leone এর Tag দেওয়া যাবেনা। এতে Video Flag দিতে পারে।
৯। Custom Thumbnail: আপনি চিন্তা করে দেখুন, ইউটিউবে যখন ভিডিওটিতে ক্লিক করেন তখন কি কি দেখে ক্লিক করেন। থাম্বনেইল পছন্দ না হলে কখনই ক্লিক করেন না। আপনার ভিডিওটিতে কি আছে, তা থাম্বনেইল এর মাধ্যমে বুঝা যায়। তাই I Catching Custom Thumbnail Use করবেন।
১০। Share Social Media : Social Media গুলো সব চেয়ে শক্তিশালী প্লাটফর্ম। তাই আপনার ভিডিওকে ছড়িয়ে দিন ইন্টারনেটের জগতে। ইউটিউব ভাইরাল মনে করে সে ও ভিজিটরকে হোম পেজে রিকমেন্ট করবে। দেখ, তোমার জন্য নতুন ভিডিও আসছে। ক্লিক করা না পর্যন্ত ওরে ছাড়বে না।
পরিশেষে এটাই বলতে চাই Spamming & Scamming Free YouTube চাই। পরিবারের সকলকে নিয়ে ভেসে যেতে চাই YouTube এর অথৈ সাগরে। তাই YouTube এর Terms & Condition মেনে Video Make করব।
1 Adsense Account = 500 YouTube Channel


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ