১- ২০১০ সালে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় প্রধান রাস্তার পার্শবর্তী সব গাছের নারকেল পেরে ফেলা হয়, যাতে কোন নারকেল পড়ার কারণে তিনি আহত না হন।
২- আর্সেনিক দূরীকরণ মনো ফিল্টারের উদ্ভাবক বাংলাদেশের অধ্যাপক আবুল হুসমাম।
৩- গোল্ডফিস ছোট্ট হলেও ওদের কেউ কেউ ৪০ বছর পর্যন্ত বাঁচে।
৪- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট লিন্ডন জনসনের(১৯০৮-১৯৭৩) একটি উভচর গাড়ি ছিল।
৫- স্বপ্ন দেখার পর ঘুম থেকে ওঠার ৫মিনিটের মধ্যে মানুষ স্বপ্নের ৯০ ভাগ ভুলে যায়।
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
thanks for your comment