Header Ads Widget

পুরুষ হয়ে নারীর আর নারী হয়ে পুরুষের বেশ ধারণকারীর উপর আল্লাহ তা'য়ালার লা'আনত"

 পুরুষ হয়ে নারীর আর নারী হয়ে পুরুষের

বেশ ধারণকারীর উপর আল্লাহ

তা'য়ালার লা'আনত"

হাদিস শরীফে বর্ণিত,

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ

ﺻَﻠَّﻰ

ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬِﻲﻥَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﺑِﺎﻟﻨِّﺴَﺎﺀِ

ﻭَﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻪ

َﺍﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺑِﺎﻟﺮِّﺟَﺎﻝِ

অর্থাৎ, প্রসিদ্ধ সাহাবী হযরত

আবদুল্লাহ

ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লহু আনহু)

বলেন,

রাসূল (সাল্লাল্লাহু

‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

‘আল্লাহ্ তা’আলা সেই সব মহিলাদের

উপর অভিশাপ করেন,যারা পুরুষের বেশ

ধারণ করে এবং সে সকল পুরুষদের উপর

অভিশাপ, যারা মহিলাদের বেশ

ধারণ

করে; (বুখারী, মিশকাত হা/৪৪২৯,

বাংলা ৮ম খণ্ড হা/৪২৩২)।

অন্য হাদিসে পাকে এসেছে,

ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ

ﻟَﻌَﻦَ

ﺍﻟﺮَّﺟُﻞَ ﻳَﻠْﺒَﺲُ ﻟُﺒْﺴَﺔَ ﺍﻟْﻤَﺮْﺃَﺓِ ﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓَ ﺗَﻠْﺒَﺲُ ﻟُﺒْﺴَﺔَ ﺍﻟﺮَّﺟُﻞِ

- হযরত আবূ হুরায়রাহ (রাদ্বি.) বলেন,

রাসূল

(দ.) সেই পুরুষের ওপর অভিশাপ করেছেন

যে, মহিলার পোষাক পরিধান

করে এবং সে মহিলার উপর অভিশাপ

করেছেন যে পুরুষের পোষাক পরিধান

করে (আবূদাঊদ, মিশকাত হা/৪৪৬৯,

বাংলা ৮ম খণ্ড, হা/৪২৭০, )।

অপর এক বর্ণনায় এসেছে,

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻟَﻌَﻦَ

ﺍﻟْﻤُﺨَﻨَّﺜِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﻭَﺍﻟْﻤُﺘَﺮَﺟِّﻞﺍَﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ .

- হযরত ইবনে আব্বাস (রাদ্বি.) বলেন,

“নবী (দ.) হিজড়ার বেশ

ধারণকারী পুরুষের উপর অভিশাপ

করেছেন এবং পুরুষ বেশ

ধারণকারী নারীর উপর অভিশাপ

করেছেন।” (বুখারী, মিশকাত হা/৪৪২৮)

সহিহ হাদিসে বর্ণিত,

ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ ﺑْﻦِ ﻳَﺴَﺎﺭٍ ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ ﺑِﻦْ ﻋَﻤْﺮٍﻭﻋﻦِ ﺍﻟﻨَﺒِﻲِّ

ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺛَﻼَﺛَﺔٌ ﻻَ ﻳَﺪْﺧُﻠُﻮْﻥَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺍﻟْﻌَﺎﻕُّ

ﻟِﻮَﺍﻟِﺪَﻳْﻪِ ﻭَﺍﻟﺪَّﻳُّﻮﺙُ ﻭَﺭَّﺟُﻠَﺔَ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ .

- হযরত আবদুল্লাহ বিন ইয়াসার

(রাদ্বি.)

বর্ণিত, ইবনে ওমর (রাদ্বি.) বলেন-

রাসূল

(দ.) বলেন,‘তিন শ্রেণীর লোক

জান্নাতে যাবে না-

(১) পিতা-মাতার অবাধ্য সন্তান

(২) বাড়ীতে বেহায়াপনার সুযোগ

প্রদানকারী

(৩) পুরুষের বেশ

ধারণকারী নারী’ (নাসাঈ শরীফ)

প্রিয় নবীজির অমীয় বাণী,

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﺃَﺑِﻲ ﻣُﻠَﻴْﻜَﺔَ ﻗَﺎﻝَ ﻗِﻴﻞَ ﻟِﻌَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻬَﺎ

ﺇِﻥَّ

ﺍﻣْﺮَﺃَﺓً ﺗَﻠْﺒَﺲُ ﺍﻟﻨَّﻌْﻞَ ﻓَﻘَﺎﻟَﺖْ ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ

ﻋَﻠَﻴْﻪِ

ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﺮَّﺟُﻠَﺔَ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ

- হযরত আবূ মুলায়কা (রাদ্বি.) বলেন,

একদা আয়েশা (রাদ্বি.)-কে বলা হল,

একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন

আয়েশা (রাদ্বি.) বললেন, “রাসূল (দ.)

পুরুষের বেশধারী নারীর

প্রতি অভিশাপ

করেছেন।” (আবূদাঊদ, মিশকাত

হা/৪৪৭০


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ